হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আনিসুল হক ও পলকসহ ৭ জনকে

পুলিশের হাতে গ্রেপ্তার জুনায়েদ আহমেদ পলক
পুলিশের হাতে গ্রেপ্তার জুনায়েদ আহমেদ পলক | ছবি: সংগৃহীত
0

বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলকসহ ৭ জনকে নতুন করে বিভিন্ন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ (সোমবার, ২১ এপ্রিল) ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। আসামিদের মধ্যে আরো ছিলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, ব্যারিস্টার তুরিন আফরোজ, কামাল আহমেদ মজুমদার। শুনানির সময় এজলাসে হাস্যোজ্জ্বল মুখে ছিলেন আসামিরা।

এ বিষয়ে শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মন্তব্য করেন, ১৬ বছর গুম-খুনের সাথে জড়িত থাকায় অনুশোচনাবোধ হারিয়ে ফেলেছেন তারা। এদিকে পলকের আইনজীবী অভিযোগ করেন, কারাগারে মানবেতর জীবনযাপন করছেন পলক।

সেজু