গাজায় নৃশংস গণহত্যার বিরুদ্ধে রাইড ফর প্যালেস্টাইন র‌্যালি

গাজায় নৃশংস গণহত্যার বিরুদ্ধে রাইড ফর প্যালেস্টাইন র‌্যালি | এখন টিভি
0

গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে সংহতি জানিয়ে র‍্যালি করেছে বাংলাদেশের বাইসাইকেল, ভেপসা-মোটর সাইকেল ও ভিন্টেজ কার কমিউনিটির সদস্যরা। আজ (শুক্রবার, ১১ এপ্রিল) সকালে মানিক মিয়া এভিনিউয়ের সামনে থেকে বাইসাইকেল, মোটরসাইকেল ও কার নিয়ে শোভাযাত্রা করে এসব কমিউনিটির সদস্যরা।

র‍্যালিতে যোগ দিতে আসা সদস্যরা বলেন, রাফা ও গাজায় ইসরাইলের নৃশংসতম হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনে নারী ও শিশুরা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে গাজায় সামরিক সহায়তা পাঠানোর আহ্বান জানান তারা।

বিশ্ব পরাশক্তি দেশগুলো ভূমিকার সমালোচনা করে বলেন, বাংলাদেশ মানুষের এ প্রতিবাদ বিশ্ববাসীকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ করতে ভূমিকা পালন করবে।

মানিক মিয়া এভিনিউয়ের সামনে থেকে শুরু হওয়া র‍্যালিটি খামারবাড়ি, ফার্মগেট, শাহবাগ, সাইন্সল্যাব হয়ে পুনরায় সংসদ ভবনের সামনে এসে শেষ হয়।

এএইচ