ইউসিএল কোয়ার্টার ফাইনালে খেলতে বাধা নেই রুডিগার ও এমবাপ্পের

ইউসিএল কোয়ার্টার ফাইনালে খেলতে বাধা নেই রুডিগার ও এমবাপ্পের | Ekhon Tv
0

চ্যাম্পিয়ন্স লিগে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর অসদাচরণের জন্য জরিমানা ও এক ম্যাচ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দুই রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে ও আন্টোনিও রুডিগারকে। তবে এই নিষেধাজ্ঞায় এক বছরের স্থগিতাদেশে ইউসিএল কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে খেলতে বাধা নেই এই দুই ফুটবলারের।

গত ১২ মার্চ ওয়ান্ডা মেট্রোপলিটানোয় টাইব্রেকারে আতলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লস ব্ল্যাঙ্কোরা।

জয়ের পর স্বাগতিক দর্শকদের সামনে কয়েকজন খেলোয়াড় বিভিন্ন অঙ্গভঙ্গি করে জয় উদযাপন করেন। এসময় গ্যালারি থেকে বিভিন্ন জিনিস ছুড়ে প্রতিক্রিয়া দেখান স্বাগতিক সমর্থকরা।

ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা বিবৃতিতে জানায় রুডিগারের জরিমানা ৪০ হাজার ইউরো আর এমবাপ্পের অঙ্ক ৩০ হাজার। এক বছরের মধ্যে আবারো একইরকম অপরাধ করলে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এই দুজনের পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়র ও দানি সেবাইয়োসের বিরুদ্ধেও শৃঙ্খলা ভঙ্গের তদন্ত করা হলেও পার পেয়ে গেছেন ভিনি। সেবাইয়োসের জরিমানা ২০ হাজার ইউরো।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার লন্ডনে আর্সেনালের আতিথ্য নিবে রিয়াল মাদ্রিদ।



এসএইচ