বিমসটেক সম্মেলন শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের মানুষ তার ইতিহাসে এক পুনর্জন্মের সাক্ষী হয়েছে: ড. ইউনূস | এখন
0

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শুক্রবার, ৪ এপ্রিল) সন্ধ্যায় ব্যাংককের সুবর্ণ ভূমি বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

এর আগে গতকাল (বৃহস্পতিবার, ৩ এপ্রিল) সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ব্যাংকক যান।

সেখানে শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আগে তরুণদের নিয়ে আয়োজিত 'ইয়াং জেনারেশন ফোরামে' কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা।

বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

এসএস