ডেনমার্কের হয়ে ম্যাচের ৭৮তম মিনিটে একমাত্র গোলটি করেন হয়লুন্দ। একই দিনে জয় পেয়েছে জার্মানি। ইতালির বিপক্ষে তাদের জয় ২-১ গোলে।
জার্মানির হয়ে গোল করেছেন ক্লাইনডাইস্ট ও গোরেৎস্কার। এদিন, হেরেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
ফরাসিদের জালে দুটি গোল দিয়েছে ক্রোয়েশিয়া। দলটির হয়ে নিশানা ভেদ করেছেন বুদিমির ও পেরিসিচ। আর নেদারল্যান্ডস ও স্পেনের মধ্যকার ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছে।