ঈদের আগে বাড়লো স্বর্ণের দাম

.
অর্থনীতি
0

ঈদের আগে দাম বাড়লো স্বর্ণের। ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৪৭৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ (রোববার, ১৬ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল (সোমবার, ১৭ মার্চ) থেকে নতুন দর কার্যকর হবে।

ভরিতে প্রায় আড়াই হাজার টাকা বেড়ে ২১ ক্যারেট নতুন দর নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।

২০ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ২৫ হাজার ৫৭৫ টাকা ও সনাতনী স্বর্ণের ভরি ১ লাখ ৩ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

দেশের বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বাজুস। চলতি মাসে চার বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম।

এএইচ