সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

.
এখন জনপদে
0

সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯ মার্চ রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষণের বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে গেল মঙ্গলবার রাতে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে।

পরিবারের অভিযোগ, স্কুল শিক্ষিকার বাড়িতে পড়তে গেলে একা পেয়ে শিক্ষিকার ছেলে তাকে ধর্ষণ করে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইএ