ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের প্রয়াণ

.
শিক্ষা
দেশে এখন
0

চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ৭১ বছর বয়সে মারা গেছেন এই ঢাবি শিক্ষক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে জানাজা। আজিমপুর কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে আরেফিন সিদ্দিককে।

এর আগে গত বৃহস্পতিবার ( ৬ মার্চ) দুপুরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান ঢাবির এই সাবেক ভিসি। তারপর তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরো সায়েন্স ইউনিটের আইসিইউতে ভর্তি করান তার স্বজনরা।

ওইদিন আরেফিন সিদ্দিকের বর্তমান শারীরিক অবস্থা বিষয়ে তার ছোট ভাই সাকরায়েন সিদ্দিক জানান, উনি সুস্থ ছিলেন। বুথে গিয়ে দুপুর সোয়া ২টার দিকে টাকা তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। সেটা আনুমানিক ২টা ৪০ মিনিটের মতো হতে পারে।

২০০৯ সালে আরেফিন সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারো গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।

আসু