বাজারে বিউটি ব্র্যান্ড নিওরের নতুন নো ট্রান্সফার রেট্রো ম্যাট লিপস্টিক

.
কর্পোরেট
0

বাজারে নতুন নিওর নো ট্রান্সফার রেট্রো ম্যাট লিপস্টিক নিয়ে এসেছে রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবির ঐতিহ্যবাহী ব্র্যান্ড, নিওর বাই নিওর কসমেটিকস।

তিন দশক ধরে উদ্ভাবনী দক্ষতা আর রুচিশীলতার সাথে সৌন্দর্য চর্চার অভিনব সব দৃষ্টান্ত উপস্থাপন করে চলেছে নিওর। এ যুগের ভোক্তাদের চাহিদার কথা চিন্তা করে তৈরি করা নিওরের নতুন এই লিপস্টিক রেঞ্জে রয়েছে ট্রান্সফার-প্রুফ ম্যাট ও রেট্রো শেডের এক দুর্দান্ত মেলবন্ধন যা নিশ্চিত করে সেরা পারফরম্যান্স যার ফলে সারাদিন পরেও লিপস্টিক থাকবে নিখুঁত।

নিওর নো ট্রান্সফার রেট্রো ম্যাট লিপস্টিক এর হাই পারফরম্যান্স ফর্মুলা নিশ্চিত করে একটি মসৃণ, স্মাজ-প্রুফ ফিনিশ যাতে ফেদারিংয়ের কোন সম্ভাবনাই থাকে না। এর নন-ড্রায়িং ফর্মুলা সাধারণ ম্যাট লিপস্টিকের মত ঠোঁটকে শুষ্ক না করে গাঢ় রঙের পাশাপাশি ঠোঁটকে রাখে কমফোর্টেবল সারাদিন।

এছাড়াও বৈচিত্র্যময় রিচ পিগমেনটেশন ও অনবদ্য ম্যাট ফিনিশের এই লিপস্টিকটি অ্যাপ্লাই করা যায় খুব সহজেই। নান্দনিক মুনলিট মভ থেকে শুরু করে বর্ণিল বেরিলিশাস সহ আটটি রেট্রো-ইন্সপায়ার্ড শেডের প্রতিটিতেই পাওয়া যাবে গাঢ়, দীর্ঘস্থায়ী রঙ।

ক্লাসিক গ্ল্যামারের সাথে মডার্ন ফিচার যারা পছন্দ করেন, তাদের জন্য নিওর নো ট্রান্সফার রেট্রো ম্যাট লিপস্টিক যেকোনো অকেশনেই পারফেক্ট এবং অপরিহার্য। উন্নত উপাদান, অভিনব ফর্মুলা ও দৃষ্টিনন্দন উপস্থাপনার সমন্বয়ে নিওর আরও একবার ভোক্তাদের সৌন্দর্য চর্চার সেরা অভিজ্ঞতাটিই দিতে চলেছে এমনটাই মনে করছেন সবাই।

রিমার্ক এইচবি লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট সুমিত্রাপর্ণ ফিচুয়ানচম বলেন, ‘আমরা এমন একটি লিপস্টিক তৈরি করতে চেয়েছিলাম যাতে একই সাথে দীর্ঘস্থায়ী গাঢ় রঙ, জিরো ট্রান্সফার এবং নন-ড্রায়িং ম্যাট ফিনিশের মত সব বৈশিষ্ট্যই থাকে। এ ফর্মুলাটি বহু বছরের নিবিড় গবেষণা এবং কঠোর পরিশ্রমের ফলাফল, যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ মান নিশ্চিত করে তৈরি করা হয়েছে।’

রিমার্ক এইচবির ক্যাটেগরি হেড, কালার কসমেটিকস, হাসান ফারুক বলেন, ‘বর্তমান সময়ের ব্যস্ত, স্টাইল-সচেতন ইউজারদের কথা চিন্তা করেই লিপস্টিকটি তৈরি করা হয়েছে। ঐতিহ্যের নান্দনিকতা ও আধুনিক পারফরম্যান্সের মিশ্রণে প্রস্তুতকৃত এই লিপস্টিকটি এনে দেয় এক নিখুঁত লুক যা স্থায়ী হয় দীর্ঘসময় পর্যন্ত।’

নিওরের অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে উৎপাদিত নিওর নো ট্রান্সফার রেট্রো ম্যাট লিপস্টিক এখন পাওয়া যাচ্ছে হারল্যান স্টোর আউটলেট, হারল্যান ডট কম ওয়েবসাইট, ও স্বনামধন্য সব সুপারস্টোরগুলোতে।—বিজ্ঞপ্তি

এএইচ