সারজিস আলম বলেন, 'রাজনৈতিক দল হিসেবে মতানৈক্য থাকবে। তবে দেশের জন্য সবার সম্মিলিত ঐক্য থাকতে হবে। রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।'
তিনি বলেন, '৭১ এর পরে একবিংশ শতাব্দীতে নতুন একটি অধ্যায় ২০২৪। রাজনৈতিক দলগুলো স্বার্থের দিকে না তাকিয়ে বাংলাদেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা জরুরি।'
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, 'রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে। সবার সম্মিলিত প্রয়াসে প্রতিষ্ঠানগুলোতে যোগ্যদের জায়গামতো বসানো প্রয়োজন।'
তিনি বলেন, 'আমরা যেন আমাদের আমানত রক্ষা করতে পারি। তবেই বাংলাদেশের জন্য তা কল্যাণ বয়ে আনবে। নতুন দলের প্রতি আস্থা রেখে আমাদের সাথে থাকবেন বলে আশা রাখি।'