নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ নিয়ে ঢাবিতে দু’পক্ষের বিশৃঙ্খলা-উত্তেজনা

দেশে এখন
রাজনীতি
0

কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সাধারণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে বিরোধ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে। এতে দু’পক্ষের মাঝে বিশৃঙ্খলা ও উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।

আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশের ঠিক আগ মুহূর্তে মিছিল নিয়ে মধুতে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নতুন সংগঠনের বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

তারা জানান, গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না থাকলে শেখ হাসিনা পালাতো না। ১৭ তারিখ থেকে আন্দোলন চালিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আরো পড়ুন: নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ

তারা বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুধু সহ-সমন্বয়ক হিসেবে রিফাত রশিদকে রাখা হয়েছিল। যখন নতুন ছাত্র সংগঠন তৈরির ঘোষণা আসলো তখন তাকেও বঞ্চিত করা হয়েছে। রিফাত রশিদকে ছাড়া কোনো নতুন ছাত্র সংগঠন তৈরি করতে দেয়া হবে না।'

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘আন্দোলনে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ হয়েছেন। কিন্তু ৫ আগস্টের পর সব ক্রেডিট নিতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটার জন্য আমাদের ভাইরা জীবন দেয়নি।’

এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাবিতে আসার কারণে সংবাদ সম্মেলন আপাতত স্থগিত করা হয়েছে।

ইএ