ইসিকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান বাম গণতান্ত্রিক জোটের

0

নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে ৭ দফা দাবি জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

এ সময় তিনি বলেন, ‘এখন স্থানীয় সরকার নির্বাচনের উপযোগী সময় নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত।’

ইসি জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত মন্তব্য করে তিনি বলেন, ‘সরকার দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনের কথা না বললে ধরে নেয়া হবে জাতীয় নির্বাচন আয়োজনে কালক্ষেপণ করছে তারা।’

এএম