অ্যাথলেটিক্স ট্র্যাকে আবারো শিরিন-ইসমাইলের জয়জয়কার

অন্য সব খেলা
এখন মাঠে
0

৪৮তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনে দ্রুততম মানব এবং মানবী হয়েছেন নৌবাহিনীর ইসমাইল হোসেন এবং শিরিন আক্তার। ১০০ মিটার স্প্রিন্টে ইসমাইল সময় নিয়েছেন ১০ দশমিক ৬১ সেকেন্ড এবং গেল বারের চেয়ে ১০ সেকেন্ড কমে শিরিন ১২ দশমিক ০১ সেকেন্ডে পৌঁছে গেছে মার্কিং লাইনে।

আবারো অ্যাথলেটিক্স ট্র্যাকে শিরিন-ইসমাইলের জয়জয়কার। জাতীয় স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্টে একজনের রাজত্ব ফিরে পাওয়ার গল্পতো অন্যজনের দাপুটে পারফরম্যান্সে অনন্য রেকর্ড।

১২ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড টানা ১৬ বার দ্রুততম মানবী হয়ে উচ্ছ্বসিত নৌবাহিনীর শিরিন আক্তার। আর তিন বছর পর পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানবের খেতাব জিতে নজর কেড়েছেন একই বাহিনীর ইসমাইল হোসেন। তবে এই পথে চলতে নিজেদের প্রতিবন্ধকতার কথাও জানিয়েছেন এই দুই অ্যাথলেট।

এদিকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে সেরা পারফরম্যান্স করতে চাইলে বাড়াতে হবে সুযোগ সুবিধা। সেদিকে এবার নজর দিতে চান ফেডারেশনের এডহক কমিটির সভাপতি মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী।

তিন দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে বিভিন্ন ইভেন্টে বাংলাদেশ আর্মি ১০ টি পদক জয় লাভ করেছে। সমান ১০ টি পদক অর্জন করেছে বাংলাদেশ নেভি।

এএম