আজ ওমানের রাজধানী মাস্কটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ (রোববার, ১৬ ফেব্রুয়ারি) অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইড লাইনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ইন্ডিয়া ফাউন্ডেশন ও ওমানের পররাষ্ট্র দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই আঞ্চলিক কনফারেন্সের উদ্বোধন করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
পরবর্তীতে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশসহ ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সেসময় সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে জয়শংকরের।
২০১৯ সালের পর এই প্রথম মধ্যপ্রাচ্যে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
এছাড়া, এবারের কনফারেন্সে মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে বৈঠক করবে মালদ্বীপ ও ভারতের প্রতিনিধিদল।