আলোচনার আশ্বাসে যমুনা থেকে ফিরলেন সরকারি কর্মচারীরা

0

আগামী সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে যমুনা থেকে ফিরেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধি দল। তবে ১৫ ফেব্রয়ারির মধ্যে দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের।

এর আগে আসছে বাজেটের আগেই বিভিন্ন দাবি দাওয়া পূরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করে বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ। 

তাতে যোগ দিয়ে জোনায়েদ সাকি বলেন, 'দেশ বিনির্মাণে সম্মুখে থাকেন খেটে-খাওয়া মেহনতী মানুষ। তারা যদি রাষ্ট্রের কাছে ন্যায্য অধিকার না পায় তা অত্যন্ত দুঃখজনক।'

সমাবেশে উপস্থিত হয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, 'দেশকে নতুনভাবে গড়ার সময়ে সকলকে পদক্ষেপ নিতে হবে সচেতন ও সতর্কভাবে।'

পরে স্মারকীরপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে তাদের বাধা দেয় পুলিশ। 

জলকামান দিয়ে পানি ছোড়া হয় তাদের দিকে। পরে একটি প্রতিনিধি দল যমুনায় যায়।

ইএ

BREAKING
NEWS
3