অনশন ভেঙেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

সাত দিনের জন্য কর্মসূচি স্থগিত

দেশে এখন
0

জুস খেয়ে অনশন ভেঙেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ (সোমবার, ৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় তারা অনশন ভাঙেন।

সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা আন্দোলন প্রত্যাহার করে নেন। এ সময় অধ্যক্ষ অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করান

এসময় যুগ্ম সচিব বলেন, 'শিক্ষার্থীদের অন্য দাবি গুলো সাত দিনের মধ্যে আলোচনা করে সমাধান করা হবে।'

যুগ্ম সচিবকে সামনে রেখে শিক্ষার্থীরা আগামী সাত দিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করার দাবি জানান। এর উত্তরে যুগ্মসচিব বিষয়গুলো নিয়ে কাজ করা হবে, এমন আশ্বাস দেন।

গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে গতকাল (রোববার, ২ ফেব্রুয়ারি) তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে না, সময় বেধে দিয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা যৌক্তিক না।

এ ঘোষণার পর শিক্ষার্থীরা আন্দোলন বন্ধ না করার ঘোষণা দেন। গতকাল সন্ধ্যায় তিতুমীরের শিক্ষার্থীরা মহাখালীর আমতলীতে সড়কে অবস্থান নেন। এসময় মহাখালী-বনানী, গুলশান সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাত আটটা পর্যন্ত আমতলী সড়কে অবস্থান শেষ করে তিতুমীর কলেজের সামনে চলে আসে তারা।

এদিকে আজ আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকা অবরোধ করেছিল। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করে অনশন করার পর আজ তা ভাঙলেন তারা।

এসএস