তিনি বলেন, 'ভ্যাট বাড়ানোর বিষয়টি সমাধান ও পজিটিভ বিবেচনা করবে এনবিআর। বাড়তি করের জন্য ভোক্তাকে বাড়তি টাকা ব্যয় করতে হবে, ৫ টাকার বিস্কুট ৭ টাকা দিয়ে ক্রয় করতে হবে ক্রেতাকে। তবে ব্যবসায়ীরা চান ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করার।'
গণমাধ্যমে তিনি জানান, ২৫ টাকার জুসের দরে আরো ৮ টাকা বাড়বে তবে ভোক্তার ওপর জুলুম হোক তা ব্যবসায়ীরা চান না।
করের বোঝা না বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এই শিল্পকে বাঁচাতে হবে আর এই জন্যই এখনো এই খাতের ব্যবসায়ীরা পণ্যের দরবৃদ্ধি করেনি।'




