তিনি বলেন, 'বাংলাদেশের সীমান্ত নিয়ে নয়-ছয় করতে চাইলে বাংলাদেশের মানুষ প্রতিরোধ করতে প্রস্তুত আছে।' ভারতীয় দোসরদের আর বাংলাদেশের ক্ষমতায় আসতে দেয়া হবে না বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয়দের হামলার প্রতিবাদের মশাল মিছিল করে জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে বাংলামোটর থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগে শেষ হয়। ভারতের আগ্রাসন রুখে দেয়ায় চাঁইনবাবগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, 'ভারতের চক্রান্ত সফল হতে দেবে না বাংলাদেশের মানুষ। আর কখনো বিদেশিদের কাছে পরাধীনতা মেনে নেয়া হবে না।'