সংস্কৃতি ও বিনোদন
0

সাইফ আলীর ওপর হামলার ঘটনায় এক সন্দেহভাজন আটক

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত ও তার মুম্বাইয়ের বাড়িতে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও মুম্বাই পুলিশের ইনফর্মারের সহায়তায় ঐ সন্দেহভাজনকে চিহ্নিত করা হলেও তিনি সরাসরি হামলার সঙ্গে জড়িত কী না তা নিশ্চিত নন তদন্তকারী কর্মকর্তারা। এদিকে, সাইফকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম, হিন্দুস্থান টাইমস।

নবাব মানসুর আলি খান পাতৌদির ছেলে, বলিউড সুপার স্টার সাইফ আলী খানের বাড়িতে হামলা ও তাকে ছুরি দিয়ে আঘাতের ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। বুধবার মধ্যরাতে নবাব পুত্রের ওপর এই নৃশংস হামলার অন্তত ৩০ ঘণ্টা পর এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা ঐ সন্দেহভাজনকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ব্যান্দ্রা পুলিশ স্টেশনে নিয়ে যেতেও দেখা যায়। মুম্বাই পুলিশের সূত্র জানায়, হামলার পর ঐ ব্যক্তিকে ব্যান্দ্রা রেল স্টেশনের বাইরে ঘোরাফেরা করছিলেন। নিজেকে আড়াল করতে পোশাকও বদলে ফেলেন তিনি।

যদিও নবাব পুত্র সাইফের বাড়িতে হামলায় আটককৃত ব্যক্তির সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। শুধু হামলার রাতে তাকে সাইফের অ্যাপার্টমেন্টের সিঁড়িতে দেখা গেছে। ব্যান্দ্রার এক অভিজাত এলাকায় 'সৎগুরু শরণ' নামের একটি ১২ তলা অ্যাপার্টমেন্টের ৪টি ফ্লোর নিয়ে পরিবারসহ বসবাস করতেন সাইফ আলী খান। পুলিশের ধারণা, ঐ ভবনে ডাকাতি করাই ছিল আততায়ীর মূল উদ্দেশ্য।

পুলিশ আরও বলছে, সাইফের কোনো একজন গৃহপরিচালকের সহায়তায় ঐ সন্দেহভাজন বাড়ির ভেতরে ঢুকতে পেরেছিল। পাশাপাশি সাইফের বাড়ির নকশা সে আগে থেকে জানতো বলে দাবি করছে মুম্বাই পুলিশ। এ কারণে ৪ তলার লবির বদলে ঐ সন্দেহভাজনকে ৬ তলার সিসিটিভি ফুটেজে দেখা গেছে।

বুধবার রাতের হামলার পর সাইফ আলী খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকের সাথে যোগাযোগের পর হিন্দুস্থান টাইমস জানায়, সাইফের পরিবারের সদস্য ও বিশেষ মেডিকেল বোর্ডের সাথে আলোচনার পর তাকে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে নেয়ার পরিকল্পনা চলছে।

এএম