এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড

ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতিতে সম্পৃক্ত সংক্রান্ত মামলায় ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড হয়েছে। ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবির কারাদণ্ড হয়েছে ৭ বছরের।

পাশাপাশি আল কাদির মামলায় ইমরান খানকে ১০ লাখ রুপি জরিমানা গুনতে হবে, যেখানে বুশরা বিবিকে গুনতে হবে ৫ লাখ ডলারের জরিমানা।

রাওয়ালপিন্ডির একটি আদালত দিয়েছে এই রায়। যেখানে ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী ইমরান।এই নিয়ে চতুর্থ বড় কোন মামলায় বিচার হলো তার।

তার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রীয় উপহার বিক্রি, গোপন নথি ফাঁস আর অবৈধ বিয়ের মামলা। ইমরান খান এখনও কারাবন্দী, তার বিরুদ্ধে রয়েছে আরও অনেক মামলা।

এএইচ