টস জিতে ব্যাট করতে নেমে এদিন দেখেশুনে শুরু করেন আগের ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দেয়া লিটন দাস ও তানজিদ তামিম। ১৭ বলে ১৩ রান করে আউট হন লিটন।
এরপর একে একে সাজঘরে ফেরেন মুনিম শাহরিয়ার, কোতজে, সাব্বির রহমান, থিসারা পেরেরারা। তবে একপ্রান্ত আগলে তানজিদ তামিমের খেলা ৬২ রানের ইনিংসে, ১৩৯ রানের পুঁজি পায় ঢাকা।
জবাব দিতে নেমে শুরুতেই আউট হয়ে যান নাজমুল শান্ত। তার সংগ্রহ মাত্র ২ রান। তবে তামিম ইকবালের ফিফটি আর ডাওয়িড মালানের অপরাজিত ৪৯ রানের ইনিংসে সহজেই জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো বরিশাল।