দেশে এখন
0

ইন্টারনেট সেবায় ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

মুঠোফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ভ্যাট বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

আজ (রোববার, ১২ জানুয়ারি) সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার দাম কমানোর আশ্বাস দিয়ে মুঠোফোন ও ইন্টারনেটের ওপর ভ্যাট বাড়িয়ে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে।

বক্তারা বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এমন সিদ্ধান্ত কোনো সুফল বয়ে আনবে না।

এ সময় ইন্টারনেটে উপর বাড়ানো ভ্যাট প্রত্যাহার না করলে এনবিআর কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেয় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

ইএ