আজ (রোববার, ১২ জানুয়ারি) সকালে প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকার দাম কমানোর আশ্বাস দিয়ে মুঠোফোন ও ইন্টারনেটের ওপর ভ্যাট বাড়িয়ে নতুন করে বৈষম্য সৃষ্টি করছে।
বক্তারা বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এমন সিদ্ধান্ত কোনো সুফল বয়ে আনবে না।
এ সময় ইন্টারনেটে উপর বাড়ানো ভ্যাট প্রত্যাহার না করলে এনবিআর কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেয় বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।