তাদের গবেষণা প্রতিবেদন বলছে, গেলো বছরের জুন নাগাদ এই সংখ্যা ৬৪ হাজারের বেশি ছিল। এরমধ্যে ৫৯ শতাংশই ছিল নারী ও শিশু। তবে এই সংখ্যার মধ্যে নেই ফিলিস্তিনি যোদ্ধা হতাহতের সংখ্যা।
ফিলিস্তিনের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গাজায় আগ্রাসনে উপত্যকার ২৩ লাখ মানুষের মধ্যে ৪৬ হাজারের মৃত্যু হয়েছে। তবে আন্তর্জাতিক কোন গণমাধ্যমের পক্ষে যাচাই করা সম্ভব নয়, ঠিক কতজনের এই আগ্রাসনে প্রাণ গেছে, কারণ গাজায় কোন বিদেশি সাংবাদিক কাজ করতে পারেন না।
ল্যানসেট বলছে, গাজায় প্রকৃত মৃতের সংখ্যা হতে পারে ৫৫ হাজার থেকে ৭৮ হাজার পর্যন্ত। যা গাজার মোট জনসংখ্যার ২ দশমিক ৩ শতাংশ।