২০১৩ সাল থেকে নিকোলাস মাদুরো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট। গত বছরের জুলাইয়ের নির্বাচনে মাদুরো বিজয়ী হলেও, গ্রহণযোগ্য ভোট হয়নি বলে অভিযোগ করে আসছে পশ্চিমারা।
তাই নতুন করে কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোকেও গ্রেপ্তার করতে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ও ৮ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন।
এছাড়া দেশটির জ্বালানি খাতে নতুন অবরোধের পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইদিন ভেনেজুয়েলার ১৫ শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।