সংস্কৃতি ও বিনোদন
0

৮২তম গোল্ডেন গ্লোব: সেরা চলচ্চিত্র দ্যা ব্রুটালিস্ট

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ৮২তম আন্তর্জাতিক গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড। ড্রামা ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিলো দ্যা ব্রুটালিস্ট। সেরা অভিনেতা, সেরা পরিচালকসহ মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ছবিটি। এবারের গোল্ডেন গ্লোবের বড় আকর্ষণ ছিল কিংবদন্তী অভিনেত্রী ডেমি মুরের প্রত্যাবর্তন।

গ্লোব অ্যাওয়ার্ড অস্কার জেতার নিশ্চয়তা না দিলেও অসাধারণ বক্তব্যের মধ্য দিয়ে বাড়িয়ে দেয় সেই সম্ভাবনা। বিশ্বের অন্যতম অ্যাওয়ার্ড এই গোল্ডেন গ্লোব।

দ্যা ব্রুটালিস্ট, ভয়াবহ হলোকাস্ট থেকে বেচে ফেরা একজনের স্বপ্ন নিয়ে নির্মিত এই চলচ্চিত্র এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। সেরা ড্রামা চলচ্চিত্রের পাশাপাশি সেরা অভিনেতার জন্য অ্যাওয়ার্ড জিতেছেন মার্কিন অভিনেতা অ্যান্ড্রিয়েন ব্রডি। দ্যা ব্রুটালিস্ট পরিচালনা করে সেরা পরিচালকের খেতাব পেয়েছেন মার্কিন নির্মাতা ব্র্যাডি করব্যাট।

নির্মাতা ব্র্যাডি করব্যাট বলেন, ‘আমার এখানে আসা সবার কথাই ভাবতে হবে, বারবার ভাবতে হবে। যারা এই চলচ্চিত্রের আদ্যোপান্তে জড়িয়ে আছে। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসা তাদের জন্য।’

মার্কিন অভিনেতা অ্যান্ড্রিয়েন ব্রডি বলেন, ‘আপনারা জানেন, গল্পটা আমার পূর্বপুরুষদের সঙ্গে মিলে যায়। যুদ্ধের প্রতি সম্মান জানাচ্ছি। আমার মা আর তার অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বোঝাতে পারবো না সবকিছু কত চ্যালেঞ্জের ছিল। কত মানুষকে দেশ ছাড়তে হয়েছে। মনে হয় চলচ্চিত্রের মধ্য দিয়ে অনেক কিছুই ফুটিয়ে তুলতে পেরেছি।’

এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের সবচেয়ে বড় আকর্ষণ কিংবদন্তী মার্কিন অভিনেত্রী ডেমি মুরের প্রত্যাবর্তন। দ্যা সাবস্ট্যান্সে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য মিউজিক্যাল ও কমেডি ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর খেতাব অর্জন করেছেন ডেমি মুরে।

ডেমি মুরে বলেন, ‘কিছু কিছু সময় মনে হয়, আমরা যথেষ্ট স্মার্ট না, সুন্দর না, স্বাস্থ্য ভালো না। কিন্তু একজন বললো, যদি ভাবতে থাকো তুমি যথেষ্ট না, তাহলে নিজের গুরুত্ব বুঝবে না। এরপর থেকে যাই করি, ভালোবেসে করি, মনে হয় করতে হবে।

লস অ্যাঞ্জেলেসের ব্রেভারি হিলসের এই জমকালো রেড কার্পেট অনুষ্ঠানে যারা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতছেন, তারাই অস্কারের দৌড়ে থাকছেন এগিয়ে। সেরা মিউজিক্যাল ও কমেডি ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে এমিলিয়া পেরেজ।

এছাড়াও, আই এম স্টিল হিয়ারের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন ফার্নান্দো তোরেস। অ্যা ডিফারেন্ট ম্যানের জন্য মিউজিক্যাল বা কমেডি ক্যাটাগরিতে পুরস্কার জিতেন সেবাস্টিয়ান স্ট্যান।

গোল্ডেন গ্লোবস পুরস্কারে এবার ৮৫টি দেশের ৩৩৪ জন বিনোদন সাংবাদিকদের ভোটে নির্বাচিত হন বিজয়ীরা।

ইএ