আজ (বুধবার, ২৫ ডিসেম্বর) চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে ৭ শ্রমিককে হত্যার ঘটনায় বিচারের দাবিতে সদরঘাট লঞ্চ টার্মিনালে জাতীয়তাবাদী নৌ যান শ্রমিক কর্মচারি দলের এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘চাঁদপুরে ৭ জন নৌ-শ্রমিককে পরিকল্পিতভাবে হত্যা করে ষড়যন্ত্রের মাধ্যমে নৌ পরিবহন সেক্টর ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।’
অ্যাডভোকেট শামছুর রহমান বলেন, ‘নৌযান শ্রমিক-কর্মচারীদের হত্যায় জড়িত সকলকে আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তার করতে হবে। নিরীহ শ্রমিকদের মেরে কারা ষড়যন্ত্র করছে তাদের খুঁজে বের করতে হবে অন্তবর্তী সরকারকে।’
প্রতিবাদ সমাবেশে শ্রমিকদলের নেতারা বলেন, নদীতে নৌযান শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ব্যর্থ হয়েছেন। কোস্ট গার্ড, নৌপুলিশ ও পুলিশের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তারা।