রাজনীতি
দেশে এখন
0

‘মাফিয়া শাসনে স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছিল’

অন্তর্বর্তী সরকার কী করতে চাইছে, রাষ্ট্র মেরামতে অন্তর্বর্তী সরকারের কতদিন প্রয়োজন তা জানার অধিকার জনগণের আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগের সমালোচনা করেন তিনি বলেছেন, মাফিয়া শাসনে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছিল। জনগণের ভোট প্রয়োগের অধিকার হারিয়েছিল।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার স্বাদ পায় এ দেশের মানুষ। বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

সভায় অংশ নেন দলটির শীর্ষ নেতারা। বলেন, দেশে যতদিন না ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, যতদিন না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ততদিন রাজপথ ছাড়বে না বিএনপি।

এসময়, বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ৩১ দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। গণতন্ত্রের পথ সুগম করতে সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দেয়ার প্রয়োজন বলেও জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার পিতা সকল শক্তিকে ধ্বংস করেছে। স্বাধীনতার পর পর গণতন্ত্রকে ধ্বংস করেছিল।’

তিনি বলেন, ‘এদেশে সংস্কারের মাধ্যমে বিএনপির জিয়াউর রহমান কৃষিতে দ্বিগুণ ফসল উৎপাদন করে। শিক্ষা সহ নানা জায়গায় সংস্কার এনেছিল বিএনপি। এবার ৩১ দফা সংস্কার চেয়েছি এর পর আর কিছুই প্রয়োজন হবে না।’

বিএনপির এ নেতা আরো বলেন, ‘সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দেয়া প্রয়োজন। নির্বাচনের মাধ্যমে এ দেশের গণতন্ত্রের পথ সুগম করতে হবে।’

আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের রোডম্যাপ জনগণের সামনে আনতে হবে। সকল অস্পষ্টতা কাটিয়ে দ্রুতই নির্বাচনী রোডম্যাপে এগিয়ে যাবে বাংলাদেশ বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘মাফিয়া (আওয়ামী লীগ) শাসনে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছিল। জনগণের ভোট প্রয়োগের অধিকার হারিয়েছিল। দেশের মানুষকে ক্ষমতাহীন করা হয়েছে।’

তারেক রহমান বলেন, ‘রাষ্ট্রকে ফ্যাসিবাদ থেকে বিরত রাখতে চাইলে জনগণের রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চার অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এ সরকার আগামী দিনের রোড ম্যাপ প্রকাশ করলে তাদের স্বচ্ছতা বাড়বে। কিন্তু রোড ম্যাপের কথা আসলে উপদেষ্টাদের চোখে মুখে বিরক্তির ছাপ ফুটে উঠে, এতে জন আকাঙ্ক্ষার ব্যাঘাত ঘটবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বাজারে দ্রব্য মূল্য দাম বাড়ছে, নানা জায়গায় সমস্যার তৈরি হচ্ছে। এ সরকার ব্যর্থ যেন না হয় তাই জনগণ কিছুই বলছে না। তবে সংস্কার আগে নাকি সংসার আগে?’

খুব শিগগিরই রোডম্যাপ দিবে অন্তর্বর্তী সরকার। তাই নেতাকর্মীদের জনগণের সাথে থাকার আহ্বান জানান তারেক রহমান। এ সময় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান তিনি।

অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের সফল দেখতে চায় কি না তা তাদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন এবং ৫৪তম বিজয়ে বছরে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এএইচ