রাজনীতি
0

সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন খালেদা জিয়া

সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ২১ ডিসেম্বর শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত হবেন তিনি। আজ (রোববার, ১৫ ডিসেম্বর) বিএনপি প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বেগম খালেদা জিয়া।

সর্বশেষ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ২০১৭ সালের ১২ নভেম্বর সমাবেশে ভাষণ দিয়েছিলেন তিনি।

আওয়ামী সরকারের পতনের পর বিভিন্ন মামলা থেকে খালাস পাওয়ার পর ধীরে ধীরে নানা রাজনৈতিক আয়োজনে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। গত ২১ নভেম্বর সেনাকুঞ্জের আয়োজনে সশরীরে উপস্থিত ছিলেন তিনি।

এএম