আজ (শুক্রবার, ১৩ ডিসেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় গুলশানে ‘চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির’ সঙ্গে সফররত তুরস্ক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি ১৬ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এছাড়া বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে গুম খুনসহ বিভিন্ন অপরাধে যারা জড়িত কিংবা সহযোগিতা করেছে তাদের বিচারের আওতায় আনার ব্যাপারেও বৈঠকে আলোচনা করেছে বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
একই সাথে ৫ আগস্টের পর দেশের চলমান বিচার ব্যবস্থা নিয়েও আলোচনার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি আরও বলেন, ‘এ ধরনের বৈঠক আগামীতেও অব্যাহত রাখা হবে।’