রাজনীতি
দেশে এখন
0

‘রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না’

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শুক্রবার, ১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর জন্য সরকারের প্রতি আহ্বান।’

এসময় তিনি রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চেষ্টা করছে, উপদেষ্টা নাহিদের এ বক্তব্য প্রত্যাহারের আহ্বানও জানান। এছাড়াও গণতন্ত্রকে সংস্কৃতিতে পরিণত করার লক্ষ্যে বিএনপি কাজ করবে বলেও উল্লেখ করেন।

এএইচ