রাজনীতি
0

ভারতের সঙ্গে বিগত সরকারের সব চুক্তি বাতিলের দাবি গণ অধিকার পরিষদের

ভারতীয় ইকোনমিক জোন বাতিল করার পাশাপাশি বিগত সময়ে ভারতের সাথে হাসিনা সরকারের করা সকল চুক্তি বাতিল করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।

আজ (বুধবার, ১১ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাবের সামনে ভারতকে অবৈধভাবে দেওয়া ইকোনমিক জোন বরাদ্দ বাতিলের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে এ দাবি জানায় গণঅধিকার পরিষদ।

এই চুক্তি চট্টগ্রামকে আলাদা করার এক নীলনকশা উল্লেখ করে তারা বলেন, ‘চট্টগ্রাম ও ফেনীর যে জায়গায় ভারতের অর্থনৈতিক অঞ্চল করার চুক্তি করা হয়েছে তা বাতিল না করলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। ’

এ সময় তারা যতদিন ভারত সরকার শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে ততদিন ভারতীয় হাইকমিশন এর সাথে আলাপ প্রত্যাখানেরও দাবি জানান। পরে অবৈধ এই চুক্তি বাতিলের দাবিতে প্রেসক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ।

এএম