আজ (সোমবার, ৯ ডিসেম্বর) সকালে নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে রোকেয়া পদক জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য এবছর ৪ জন বিশিষ্ট নারী বেগম রোকেয়া পদক পান।
তার হলেন, শিক্ষাবিদ পারভীন হাসান, নারী অধিকারকর্মী ও আলোকচিত্রী তাসলিমা আখতার, দাবায় বাংলাদেশের নারী গ্রান্ডমাস্টার রানী হামিদ এবং নারী অধিকারকর্মী শিরিন পারভিন হক।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবেই তাদের এই স্বীকৃতি দেয়া হয়েছে।