আজ (শুক্রবার, ৬ ডিসেম্বর) দুপুরে গুলশান ২ গোলচত্বরে বিএনপির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি দাবি করেন, ভারতের সাথে তাদের কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো না। বাংলাদেশের বিভিন্ন এলাকার মালিকানা ভারতের হলে আগামীতে বিহার উড়িষ্যাসহ বাংলাদেশের নবাব শাসিত এলাকাগুলোর মালিকানা দাবি করবে এদেশের মানুষ।
রুহুল কবির রিজভী বলেন, 'ভারত যদি তাদের আধিপত্যবাদের আচরণ পরিবর্তন না করে, তাহলে তাদের সাথে বাংলাদেশের মানুষ আগামীতে ব্যবসা বাণিজ্য করবে কিনা সেটাও ভাবা হবে।'