দেশে এখন
0

সেনা নিরাপত্তায় সাজেক থেকে ফিরেছেন আটকাপড়া পাঁচশ’ পর্যটক

সেনাবাহিনীর নিরাপত্তায় সাজেক থেকে ফিরেছেন আটকাপড়া পাঁচ শতাধিক পর্যটক। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় এ উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ির জেলা প্রশাসন। আজ (বুধবার, ৪ ডিসেম্বর) দুপুর দুইটায় স্থানীয় যানবাহনের একটি বহরে খাগড়াছড়ির উদ্দেশ্যে ফিরতে শুরু করেন পর্যটকরা।

গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) পাহাড়ের আঞ্চলিক দু’দলের বন্দুকযুদ্ধের ঘটনায় সাজেক ও পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আবারো অবনতি হয়।

পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় ৪ ডিসেম্বর সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। তবে সার্বিক পরিস্থিতি উন্নতি না হলে এই নিরুৎসাহিত নির্দেশনা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

স্থানীয়রা বলছেন, গত ৩০ নভেম্বর থেকে সাজেকের বিভিন্ন এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি-জেএসএস ও প্রসীত খীসার ইউপিডিএফ এর অস্ত্রধারীদের মধ্যে থেমে থেমে বন্দুকযুদ্ধ চলছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ‘ সাজেক থেকে ফিরতে না পারায় আটকাপড়া সাড়ে পাঁচশো পর্যটক আজ দুপুরে সেনা সহায়তায় ফিরেছেন।’

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘মঙ্গলবার খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে একটি অংশে দুটি সশস্ত্রগ্রুপ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। যে কারণে জেলা প্রশাসন থেকে পর্যটকদের বুধবার ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হলে এই নিরুৎসাহিত নির্দেশনা বৃদ্ধিও হতে পারে।’

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!