ফুটবল
এখন মাঠে
0

বিপিএলের মাস্কট ‘ডানা ৩৬’ উন্মোচন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ (রোববার, ১ ডিসেম্বর) উন্মোচন করা হলো আসন্ন বিপিএলের মাসকট ‘ডানা ৩৬’। বিসিবির তারুণ্যের উৎসব নামক অনুষ্ঠানে মাসকট উন্মোচন ছাড়াও ক্রীড়াঙ্গনের নানা পরিকল্পনার কথা তুলে ধরা হয়। আর বিপিএল আয়োজন নিয়ে চ্যালেঞ্জের কথা জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

এবারের বিপিএলে যে ভিন্নতা থাকবে, সে বার্তা আগেই দিয়ে রেখেছিল বিসিবি। সেটার বাস্তবায়নই যেন শুরু হলো আজ(রোববার, ১ ডিসেম্বর) থেকে। প্রথমবারের মতো উন্মোচিত হলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির মাসকট। সঙ্গে বিপিএলের থিম সং।জুলাই বিপ্লবে ত্যাগীদের উৎসর্গ করতে বিসিবি আর ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগ এটি।

মাসকট উন্মোচনের আগে জুলাই অনির্বাণ নামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। যেখানে তুলে ধরা হয় শহীদ আবু সাইদ - মুগ্ধদের দেশের প্রতি ভালোবাসার গল্প। তারুণ্যের উৎসব অনুষ্ঠানে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অভিনব এ উদ্যোগের কথা বর্ণনা করতে গিয়ে, বিপিএল আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার অবদান তুলে ধরলেন ক্রীড়া উপদেষ্টা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘এ আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যার বিশেষ ধন্যবাদ জানাতে চাই।’

বিপিএলকে ঘিরে আয়োজন হলেও ক্রীড়াঙ্গনের নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। যেখানে ক্রিকেট ছাড়া অন্যান্য খেলাও গুরুত্ব পেয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘আমাদের বিভিন্ন ফেডারেশন যেমন মাঠ প্রশাসন, উপজেলা প্রশাসনসহ যারা আছে তারা আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবে। এখানে ভলিবল, সাঁতার, কাবাডি, ব্যাডমিন্টন এগুলোর চর্চা থাকবে।’

আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানালেন এবারের বিপিএল আয়োজন নিয়ে চ্যালেঞ্জের কথা।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আসলে এটা কতটা সফল তা শেষ হলেই বোঝা যাবে। কিন্তু আমরা আমাদের উদ্যোগ নিয়ে আশাবাদী আছি। আমাদের কাছে মনে এটা ভালো শুরু করতে পেরেছি, এখন দেখা যাক কতদূর যেতে পারি এ প্রোগ্রাম নিয়ে।’

এএম