বিদেশে এখন
0

ক্রিসমাস উপলক্ষে সাজানো হচ্ছে ভ্যাটিকান সিটি

যিশুখ্রিষ্টের জন্মদিন, ক্রিসমাস উপলক্ষে সাজানো হচ্ছে ক্যাথলিক খ্রিষ্টানদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটি। ইতোমধ্যে আনা হয়েছে ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি। বড়দিন উপলক্ষ্যে প্রচুর দেশি-বিদেশি পর্যটকের সমাগম হয় বিশেষ এই অঞ্চলটিতে। এবারও পর্যটকদের আনাগোনায় জমে উঠবে ক্রিসমাসের বেচাকেনা এমন আশায় দিন পার করেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

ক্রিসমাসে আয়োজনের কেন্দ্র স্থল ভ্যাটিকান সিটি। যিশুখ্রিষ্টের জন্মদিনে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বড়দিন উদযাপনের সূচনা করবেন ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে এবার ২শ' বছরের পুরানো ৩০ মিটার-উচ্চতার ক্রিসমাস ট্রি স্থাপন ও সাজসজ্জার কাজ চলছে। ইতালির উত্তরাঞ্চলীয় ত্রেনতিনো অঞ্চলের ভ্যাল ডি লেড্রোর জঙ্গল বিশেষ এই গাছটি আনতে ৫৩ হাজারেরও বেশি লোক একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছে। ভ্যাটিকানের বিভিন্ন অফিস এবং ভবনকে সাজাতে আনা হয়েছে আরও ৩৯টি ছোট গাছ।

স্থানীয়দের পাশাপাশি বিদেশি পর্যটকদের মধ্যেও ছড়াতে শুরু করেছে ক্রিসমাসের আমেজ।

বড় দিন, ২৫ বছর পর আসা ক্যাথলিক হোলি ইয়ার সহ ইংরেজি নববর্ষের আয়োজনকে সামনে রেখে উপলক্ষ্যে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার আশায় দিন গুনছেন পর্যটকনির্ভর প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

এ বছর ক্রিসমাস নেটিভিটির থিম সমুদ্র। থ্রিডি স্টাইলে বসানো হবে ঐতিহ্যবাহী নৌকা, জেলে, সামুদ্রিক পাখি আর খড়ের বাসস্থান। ভ্যাটিকান সিটির ক্রিসমাস ট্রি, নেটিভিটির ইন্সটলেশন আলোকিত করা হবে ৭ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। আলোকসজ্জা থাকবে আগামী বছরের ১২ জানুয়ারি পর্যন্ত।

ইএ