আজ (বুধবার,২০ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, 'যেসব মিডিয়া শিক্ষার্থীদের আন্দোলনকে সন্ত্রাসী বলেছে তাদেরকে জিজ্ঞেস করা হবে, কী কারণে তারা এ শব্দ উল্লেখ করেছেন।'
এছাড়া শেখ হাসিনার সময়ে সম্পাদকদের ওপর সন্ত্রাসী হামলা হলেও সম্পাদক পরিষদ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি।
আন্দোলনে সাংবাদিকরা সম্মতি উৎপাদনের কাজ করেছেন বলে ধন্যবাদ জানান প্রেস সচিব।
আলোচনা সভা থেকে সাংবাদিকদের অভিন্ন ওয়েজবোর্ড বাস্তবায়ন, বেতন-সুরক্ষা বাস্তবায়ন, স্বতন্ত্র মিডিয়া কমিশন গঠনসহ ৮টি সংস্কার প্রস্তাব দেয়া হয়।