দেশে এখন
0

প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, এই সরকার দীর্ঘায়িত হলে সংকট বাড়বে, তাই দ্রুত নির্বাচনই জাতির জন্য মঙ্গলজনক। মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে এক আলোচনায় তিনি একথা বলেন।

অন্তর্বর্তী সরকারের ১০০ বছর পূর্তিতে রোববার (১৭ নভেম্বর) জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচন আয়োজন করা হবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। বলেন, সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে।

তিনি বলেন, ‘আপনারা সময় দিলে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচন আয়োজন করবো।’

ডক্টর ইউনূসের এই বক্তব্যের পরপর বিএনপি আনুষ্ঠানিক কোন বক্তব্য না দিলেও আজ সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান উপদেষ্টার বক্তব্যে নির্বাচন নিয়ে স্পষ্ট কিছু না থাকায় বিএনপি আশাহত হয়েছে বলে জানান তিনি। বলেন, বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে এমন সময় যেন সরকার না নেয় যাতে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হয়।

মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই সংস্কার চাই। আমরা আগেই বলেছি এইটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন সরকার না নেয় যাতে মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হয় যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন।’

বিএনপি এখন পর্যন্ত সরকারকে সাহায্য করে যাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মনে করেন, দ্রুত নির্বাচন হওয়াটা এই জাতির জন্য মঙ্গল। আরও বলেন, ‘এই ধরনের সরকার যতদিন থাকে তত সমস্যা বাড়ে। কারণ এই সরকার নির্বাচিত সরকার না।’

বিএনপি মহাসচিব বলেন মাওলানা ভাসানী পল্টনে প্রথম বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।

ইএ