নাইকো দুর্নীতি মামলায় আরও সাতজনের সাক্ষ্য গ্রহণ

অপরাধ ও আদালত
0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও সাতজন। এ মামলায় ৬৮ জনের মধ্যে ২৪ জনের সাক্ষ্য শেষ হয়েছে। রোববার (১৬ নভেম্বর) ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসানের আদালতে তারা সাক্ষ্য দেন।

এরপর তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১ ডিসেম্বর দিন ধার্য করেন। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন।

সাক্ষীরা হলেন-পেট্রোবাংলার সাবেক পরিচালক মো. মকবুল ই ইলাহী, পেট্রোবাংলার সিনিয়র ম্যানেজার মো. আবদুল খালেক, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ সাজেদুল করিম, প্রধান উপদেষ্টার কার্যালয়ের ব্যক্তিগত কর্মকর্তা রওশন আক্তার সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী সচিব মো. মোতাহার হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, কোহিনুর নাহার, নুরুন আকতার।

এএইচ