দেশে এখন
0

গেন্ডারিয়ায় বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিম্নবিত্ত মানুষের জন্য মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ‘আমরা বিএনপি পরিবার’। চিকিৎসকরা বলছেন, ছাত্র আন্দোলনে যাদের চোখের সমস্যা হয়েছে তাদের বেশিরভাগের দরকার উন্নত চিকিৎসা। এ সময় আহতদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপি নেতারা।

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ বয়ে বেড়াচ্ছে চোখের নানা সমস্যা। পর্যাপ্ত চিকিৎসা নিশ্চিতে কাজ করছে নানা সংগঠন।

বিপ্লবের অন্যতম স্থান হয়ে উঠেছিল যাত্রাবাড়ী ও গেন্ডারিয়া। তাই গেন্ডারিয়া সাদেক হোসেন খোকা মাঠে চক্ষু সেবা ক্যাম্পে আজ (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে। সেবা নিচ্ছেন শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষেরা।

এই চিকিৎসা সেবা উন্মুক্ত করে দেয়া হয় স্বল্প আয়ের মানুষের জন্য। তারাও এই চিকিৎসা সেবা পেয়ে বেশ খুশি।

চিকিৎসকরা বলেন, ‘আন্দোলনে যারা চোখের সমস্যা হয়েছে তাদের বেশিরভাগের দরকার উন্নত চিকিৎসা। আর অন্য যারা এসেছেন চশমা থেকে শুরু করে সব কিছু দেয়া হচ্ছে বিনামূল্যে।’

আন্দোলনে আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘যারা এই আন্দোলনে হাত ও পা হারিয়েছেন, যাদের দুই চোখ অন্ধ হয়ে গেছে পুলিশের ছোঁড়া বুলেটে, তাদের দায়িত্ব নেয়া হবে যদি বিএনপির সরকার প্রতিষ্ঠিত হয়।’

এরপর চক্ষু সেবা ক্যাম্প ঘুরে দেখেন বিএনপির নেতাকর্মীরা।

এএম