দেশে এখন
0

জনগণের সরকার গঠিত না হওয়া পর্যন্ত দেশ সুশৃঙ্খল হবে না: তারেক রহমান

যতদিন পর্যন্ত গণতান্ত্রিক ধারায় ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠিত না হবে ততদিন পর্যন্ত দেশের কিছুই সুশৃঙ্খল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ৯ নভেম্বর) বিকেলে রাজধানীতে কৃষক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। এসময় দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে হলে ভোটের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ তিনি।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ। সারাদেশ থেকে অংশ নেন হাজারো নেতাকর্মী। সেখানে তিন মাসব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান চারিদিকে ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করে বলেন, পার্শ্ববর্তী দেশ আমাদের স্বাধীনতা হনন করতে চায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘ষড়যন্ত্র চারিদিকে হচ্ছে একটু তৈরি থাকতে হবে আমাদের।’

নেতাকর্মীদের অত্যন্ত সতর্কতার সাথে এগোতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী দুঃশাসনের অবসান হলেও দেশের বাইরে থেকে দেশবিরোধী চক্রান্ত চলছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অত্যন্ত সতর্কতার সাথে আমাদের এগোতে হবে। এই ফ্যাসিবাদরা আবার কিন্তু দেশবিরোধী চক্রান্ত করছে। তারা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তারেক রহমানের নির্দেশে আমরা সব ষড়যন্ত্র রুখে দিবো।’

এসব ষড়যন্ত্র রুখতে হলে ভোটের স্বাধীনতা নিশ্চিত করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে ভালো কিছু সম্ভব নয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘ষড়যন্ত্র রুখতে হলে অবশ্যই ভোটেরে স্বাধীনতা নিশ্চিত করতে। ভোট হতে হবে তবে ওই ডামি ও নিশিরাতের ভোট হতে পারবে না। নিরপেক্ষ নির্বাচন হতে হবে। যাকে খুশি তাকে ভোট দেয়ার স্বাধীনতা থাকতে হবে।’

এছাড়া কৃষকদের সহযোগিতার জন্য কৃষি বীমা দিয়ে কৃষকদের ঋণের বোঝা কমিয়ে আনা, কৃষি উৎপাদন বাড়ানোর উপর গুরাত্বারোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘২০ কোটি মানুষের জন্য খাবার আমদানি করা মোটামুটি অসম্ভব ব্যাপার। কাজেই বেসিক খাবারগুলো আমাদের দেশেই উৎপাদন করতে হবে।’

আগামী তিন মাস দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান এসব সমাবেশ থেকে কৃষি সংক্রান্ত সমস্যাগুলো জেনে, পরবর্তীতে সমাধানের চেষ্টা করা হবে।

ইএ