অর্থনীতি
0

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩টি পণ্য উদ্বোধন

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগ বহুমুখী করতে নতুন ৩টি শরীআ’হ পণ্য উদ্বোধন করেছে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)। এগুলো হলো ওকালাহ ক্যাপিটাল অ্যাকাউন্ট, মুদারাবা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, মুশারাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এবং আই-ট্রেড নামের অনলাইন প্লাটফর্ম।

আজ (মঙ্গলবার, ৫ নভেম্বর) ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ প্রোডাক্টগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইবিসিএমএলের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও আইবিসিএমএলের পরিচালক অধ্যাপক ড. এম মাসুদ রহমান, ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, আইবিসিএমএলের শরীআ’হ সুপাভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুস সামাদ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাজেদা খাতুন।

আইবিসিএমএলেরে ম্যানেজিং ডিরক্টের ও সিইও মোহাম্মদ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

স্বাগত বক্তব্য দেন আইবিসিএমএলের কোম্পানি সেক্রেটারি আবু সাঈদ মো. নাহিদ। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে ব্যাংকের সকল নির্বাহী, জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। — বিজ্ঞপ্তি

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর