দেশে এখন
0

১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৪৫৫ টাকা

ভোক্তাপর্যায়ে এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজির বোতল ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ৫ নভেম্বর) নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সন্ধ্যা থেকেই নতুন দর কার্যকর হবে বলে জানা গেছে।

এর আগে অক্টোবর মাসে ৩৫ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়। এর আগে সেপ্টেম্বরে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয় এক হাজার ৪২১ টাকা। গত আগস্টে দাম ছিল এক হাজার ৩৭৭ টাকা।

এএইচ