বিদেশে এখন
0

কয়েক ঘণ্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

আর কয়েক ঘণ্টা পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু। তবে, এখনও প্রচারণায়ও প্রার্থীরা। দুই প্রার্থীরই বেশি নজর এখন সবচেয়ে বেশি ইলেক্টোরাল কলেজ থাকা সুইং স্টেট পেনসিলভেনিয়ার ওপর।

একেবারে শেষ মুহূর্তে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প চষে বেড়িয়েছেন সুইং স্টেট নর্থ ক্যারোলাইনা, পেনসিলভেনিয়া ও মিশিগানে।

ট্রাম্পের প্রচারণায় এখনো গুরুত্ব পাচ্ছে মার্কিন অভিবাসন নীতি। নর্থ ক্যারোলাইনার সমাবেশে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ বন্ধ না করলে মেক্সিকোর আমদানির ওপর ২৫% শুল্ক আরোপ করবেন।

অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস পেনসিলভেনিয়ায় ৫টি ইভেন্টে অংশ নেন। এরপর প্রচারণা কাজে যান ফিলাডেলফিয়ায়।

মার্কিন নির্বাচনের ইতিহাসে দুই প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হচ্ছে এবার। সবশেষ জনমত জরিপে ট্রাম্প ৪৭ শতাংশ ও কামালা হ্যারিস ৪৮ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর