দেশে এখন
0

ঢাবিতে ৭ কলেজের জন্য আলাদা বিভাগ খোলার সিদ্ধান্ত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ঢাবিতে ৭ কলেজের জন্য আলাদা বিভাগ খোলার সিদ্ধান্ত নেয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। এছাড়া সরকারি গাড়ির তালিকা তৈরিরও সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জনান তিনি। নারী ও পুরুষ খেলোয়াড়দের বেতন বৈষম্য দুর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নারী ফুটবল টিমের বেতন ভাতা পরিশোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান প্রেস সচিব।

আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিং এ সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

সম্প্রতি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গ উঠে আসে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সমস্যা নিরসনে ঢাবিতে ৭ কলেজের জন্য আলাদা বিভাগ খোলার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। এছাড়া বিসিএস পরীক্ষায় প্রার্থীর অংশ নেয়ার মেয়াদ বাড়ানো হয় আরও এক বছর।

মোহাম্মদ শফিকুল আলম বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওদের একটা জায়গা ঠিক করা হবে যেকোনো ওদের প্রশাসনিক কাজকর্মগুলো করা যায়। তাদের বিষয়টা আলাদাভাবে দেখা হবে, আলাদা রেজিস্টার্ড থাকবে, আলাদা ডেডিকেটেড অফিসিয়াল থাকবে।'

এদিকে তিন মাস ধরে বেতন বাকি, শুধু মনের জোরে একে একে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে পেছনে ফেলে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন লাল সবুজের এই প্রতিনিধিরা।

ছাদখোলা গাড়ির অভ্যর্থনা আনন্দের হলেও বাঘিনিদের নিদারুণ কষ্টের কথা জানেই বা ক'জন। বেতন ভাতার দাবিতে যাদের আন্দোলন করতে হয় মাসের পর মাস।

২০২২ সালে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়া সাবিনাদের নিয়মিত বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বেতন বাড়লেও তা ছিল অনিয়মিত। এজন্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে দুষছে অন্তর্বর্তী সরকার।

নারী খেলোয়াড়দের বেতন বৈষম্য দূর করার সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ।

তিনি বলেন, 'সালাহউদ্দিন যখন বাফুফে প্রেসিডেন্ট ছিলেন সে সময়কার সমস্যা এটা। আমরা খুব দ্রুত এই সমস্যা সমাধান চাচ্ছি। মেয়েরা এবং ছেলেরা উবয়ই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তাদের বেতনের যে সমতা সেটা নিয়েও কথা হচ্ছে বিসিবি এবং বাফুফের সাথে।'

বৈঠকে সরকারের সকল গাড়ি তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়। এছাড়া ১৮ হাজার বাংলাদেশি মালয়েশিয়া যাবার জন্য প্রক্রিয়া শুরুর কথা জানান প্রেস সচিব।

তিনি বলেন, 'কতগুলো সরকারি গাড়ি আছে সেটা প্রতিটি মন্ত্রণালয়কে বলে দেয়া হচ্ছে যে তারা অল্পসময়ের মধ্যে জানাবে। এর মাধ্যমে আমরা একটা সুনির্দিষ্ট হিসাব পাবো যে কতগুলো গাড়ি সরকারের আছে। কোন গাড়ির কী অবস্থা এবং তাদের বয়স কত।'

শূন্য হওয়া স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে আইন উপদেষ্টাকে দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার।

এসএস