দেশে এখন
0

বিশৃঙ্খলার অভিযোগে এবার শিক্ষানবিশ ৫৯ এসআইকে শোকজ

বিশৃঙ্খলার অভিযোগে এবার শিক্ষানবিশ ৫৯ এসআইকে শোকজ করেছে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি। আজ (শুক্রবার, ২৫ অক্টোবর) একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে বিশৃঙ্খলার অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায় নি।

শোকজকৃত এসআইদের তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি’র অভিযোগে পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে সোমবার ১০ জনকে এবং বৃহস্পতিবার ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়।

এর আগে প্রশিক্ষণে শৃঙ্খলা ভঙ্গের কারণে ২৫০ জন ক্যাডেট উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দিয়েছে সারদা পুলিশ একাডেমি। পুলিশ সদর দপ্তর সে সময় তথ্যের সত্যতা নিশ্চিত করে।

সদর দপ্তর জানিয়েছিল, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ৮২৩ জন ক্যাডেট এসআইয়ের মধ্যে ২৫০ জনের অধিক প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর