দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা। যা আজ ছিল ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।
এর আগে ১৯ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছিল বাজুস। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা নির্ধারণ করা হয়েছিল।