দেশে এখন
0

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে মানববন্ধন

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা,কর্মচারীরা। আজ (সোমবার, ২১ অক্টোবর) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের সামনে এ মানববন্ধন করেন বোর্ডে কর্মরত সদস্যরা।

এখতিয়ার বহির্ভূত দাবি তুলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের গেটে তালা ঝুলিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি, ভাঙচুর এবং ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিতের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শিক্ষাবোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। আমাদের নিরাপদ কর্মস্থল প্রয়োজন। নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবিতে আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট আবেদন করেছি।

এছাড়াও বোর্ডের গেটে তালা ঝুলিয়ে অবরোধ সৃষ্টি করা ব্যক্তিদের শাস্তির দাবিও জানানো হয়।

অন্যান্যের মধ্যে মানববন্ধনে অংশগ্রহণ করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম, সচিব অধ্যাপক নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক অধ্যাপক মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্তী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড. মো. শফিকুল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, উপসচিব (অ্যাকাডেমিক) মোহাম্মদ সাফায়েত মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, হিসাব রক্ষণ অফিসার মো. গোলাম হুসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী বিকাশ চন্দ্র মল্লিকসহ বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এএইচ