ক্রিকেট
এখন মাঠে
0

'অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাকিবকে দেশে না আসার পরামর্শ দেয়া হয়েছে'

দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছাপূরণ হচ্ছে না সাকিব আল হাসানের। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তাকে দেশে না আসার পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

দেশের মাটিতে খেলে টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন দেশসেরা ক্রিকেটার। বিসিবি আর সরকারের নানামুখী কথাবার্তা শেষে ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছিলেন, সাকিবের দেশে ফেরায় কোন জটিলতা নেই।

ক্রীড়া উপদেষ্টা বলেন, দেশে আসা ও বের হওয়াতে তো কোনো বাধা নেই। ক্রিকেটার তিনি খেলবেন এবং তিনি বাংলাদেশের নাগরিক। তারা আসার ক্ষেত্রে তো আমি কোনো বাধা দেখি না।

ক্রীড়া উপদেষ্টার আশ্বাস পেয়ে সাকিবকে রেখেই মিরপুর টেস্টের দল ঘোষণা করে বিসিবি। নির্বাচকদের কথায়ও ছিল তাকে দলে পাওয়ার তৃপ্তি।

বিসিবি নির্বাচক হান্নান সরকার বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে যখন গ্রিন সিগন্যাল পেলাম সাকিব খেলতে পারবে তখন আসলে আমরা তাকে সিলেকশন করেছি।’

সাকিবও রওনা দিয়েছিলেন দেশের পথে। যুক্তরাষ্ট্র থেকে বুধবার (১৬ অক্টোবর) রাতে পৌঁছান দুবাইয়ে। পরের ফ্লাইট ধারে ঢাকায় আসার কথা ছিল তার। কিন্তু পথিমধ্যেই বাঁধে বিপত্তি। এদিকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সরকার থেকে কিছুই জানানো হয়নি। এইটা সাকিবের নিজস্ব সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘আমি যতটুকু জানি তিনি নিজে বলেছেন নিরাপত্তার কারণে দেশে আসছে না। সরকারের পক্ষ থেকে নিরাপত্তার কারণে আসছেন না সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কথা বলা হয়েছে আমাদের জানা নেই।’

জানা গেছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দেশে না আসার পরামর্শ দেয়া হয়েছে, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সাথে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে যা স্বাভাবিক।’

তিনি বলেন, ‘রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না। যারা প্রতিবাদ করছে তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে।’

সাউথ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনোপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘তবে সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মনে করি। কোন অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েই তার সমাধান খোঁজা যেতে পারে।’

সম্প্রতি সাকিবকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। মিরপুরে স্টেডিয়ামের সামনে প্রায় প্রতিদিনই জড়ো হচ্ছেন বিক্ষুব্ধ জনতা। দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে প্রতিবাদী গ্রাফিতি। থামছে না বিক্ষোভকারীরা।

তবে, সাকিবের না আসাটা নিশ্চিত হলেও, মিরপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইএ