পরিবেশ ও জলবায়ু
দেশে এখন
0

অভিন্ন জলরাশি নীতিমালা না হলে জলবায়ুর বিরূপ প্রভাব বাড়বে: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে জলবায়ুর বিরূপ প্রভাব আরও বাড়বে।

আজ (রোববার, ৬ অক্টোবর) সকালে মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ইউএন উইমেনের অর্থায়নে মানুষের জন্য ফাউন্ডেশন এর ‘ক্ষমতায়ন: জলবায়ুসহিষ্ণু সমাজের জন্য নারী’ প্রকল্প আয়োজিত ‘অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাক্টিস নেটওয়ার্ক কনভেনশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলী সিং। 

উপদেষ্টা বলেন, 'অতিবৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেয়ার কারণে বন্যা হচ্ছে এটা যেমন সত্যি। একইসাথে জলবায়ু পরিবর্তনও এই বন্যার অন্যতম বড় কারন। অনেক বাঁধ পরিত্যক্ত অবস্থায় রয়েছে।'

তিনি আরও বলেন, 'জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে উজান ও ভাটির দেশকে একসাথে এসে কাজ করতে হবে। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে আরও ঝুঁকি বাড়বে।'

এ আয়োজনে ৯৭টি সংগঠন নিয়ে ‘উইমেন্স ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’ ঘোষণা করা হয় এবং পাঁচজন নারী উদ্যোক্তাকে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর ভূমিকা শীর্ষক পদক, ২০২৪’ দেয়া হয়।

ইএ